chessbase india logo

মিত্রাভ গুহ কৌন বানেগা ক্রোড়পতি কুইজ প্রোগ্রামে জিতলেন ₹৪৮০০০০

by সাহিদ আহমেদ - 23/02/2025

GM মিত্রাভ গুহ হলেন ভারতবর্ষের ৭২তম গ্র্যান্ডমাস্টার এবং প্রথম কমনওয়েলথ রাপিড স্বর্ণ পদক বিজয়ী। তিনি অনেক টুর্নামেন্ট এবং পুরস্কার জিতেছেন। তিনি হচ্ছেন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার যিনি কৌন বানেগা ক্রোড়পতিতে হট সিটে বসেছেন, অমিতাভ বাছানের সামনে। এই বিশ্ব বিখ্যাত কুইজ শো হচ্ছে  Who Wants to Be a Millionaire এর ভারতীয় সংস্করণ। মিত্রাভ তাঁর দাবায় যাত্রা, যা কঠিন বাধা অতিক্রম করতে হয়েছে এবং তাঁর ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে বলেছেন। তিনি একটি বিরল পরিসংখ্যানে যোগ দিলেন যে একজন গ্র্যান্ডমাস্টার একটি  WWTBAM এর পুনরাবৃত্তিতে হট সিটে পৌঁছে খেলছেন - GM জেমস প্লাসকেট এবং ত্রয়োদশ বিশ্ব চ্যাম্পিয়ন - GM গ্যারি কাসপারভের সাথে। দেখুন সম্পূর্ণ পর্বটি সোনিলিভ ওয়েবসাইট অথবা এপপ (সোনিলিভ সাবস্ক্রিপশন দরকার)। ছবি: সোনি লিভ

ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার KBC এর হট সিটে

কৌন বানেগা ক্রোড়পতি হচ্ছে বিশ্ব বিখ্যাত কুইজ শো Who wants to be a Millionaire এর ভারতীয় সংস্করণ। বিভিন্ন দেশে এই প্রোগ্রামের বিভিন্ন সংস্করণ দেখা গেছে বিভিন্ন ভাষায়। প্রথম প্রশ্ন যে কারোর মাথায় আস্তে পারে যে, এর আগে কোনো গ্র্যান্ডমাস্টার কি এই প্রোগ্রামে খেলেছেন? একটি দ্রুত অনুসন্ধান থেকে জানতে পারা যায় যে ব্রিটিশ গ্র্যান্ডমাস্টার জেমস প্লাসকেট (WWTBAM) প্রোগ্রামে খেলেছিলেন ২০০৬ সালে, চেসবেস তাঁর প্রতিবেদন বের করেজর্জিয়ান সংস্করণে ত্রয়োদশ বিশ্ব চ্যাম্পিয়ন GM গ্যারি কাস্পারভ তাঁর স্ত্রী দারিয়া তারাসভার সঙ্গে উপস্থিত হয়ে খেলেছেন। ইটা হতেই পারে যে আরও গ্র্যান্ডমাস্টাররা এই প্রোগ্রামের বিভিন্ন সংস্করণে এসে খেলেছেন।

GM মিত্রাভ গুহ, অমিতাভ বচ্চনের সামেন KBC এর হট সিটে বসে | ছবি: সোনি লিভ

মিত্রাভ হট সিটে বসে আনন্দিত | ছবি: সোনি লিভ
মিত্রাভর সাথে সাক্ষাৎকার

মিত্রাভর অভিভাবক - সুজাতা গুহ (মা) এবং রাজ গুহ (বাবা) দেখছেন তাঁদের ছেলের প্রদর্শনী স্টুডিওতে বসে | ছবি: সোনি লিভ

সব প্রশ্নের মধ্যে, একটি ছিল দাবার ওপরে ভিত্তি করে | ছবি: সোনি লিভ
কৌন বানেগা ক্রোড়পতি পর্ব ১৪০ টিসর | ভিডিও: সেট ইন্ডিয়া

হয়তো এক ভবিষ্যতের চ্যাম্পিয়ন ধানুকা ধুনসেরি দিব্যেন্দু বড়ুয়া দাবা একাডেমির এই কক্ষে আছে? | ছবি: সোনি লিভ

মিত্রাভর বাবামা গর্বিত তাঁদের ছেলের বিভিন্ন কৃতিত্বের কথা বলতে | ছবি: সোনি লিভ

মিত্রাভ এতো ট্রফি জিতেছে যে একটি ফ্রেমে উহা বন্দি করা মুশকিল | ছবি: সোনি লিভ

মিত্রাভ তাঁর কিছু সেরা ট্রফির সাথে বসে | ছবি: সোনি লিভ

সম্পূর্ণ পর্বটি দেখুন যখন খুশি (সোনি লিভ সাবস্ক্রিপশন দরকার)

 

মিত্রাভ দেখিয়ে দিলো যে সে শুধু একজন শক্তিশালী খেলোয়াড়ই নন কিন্তু এমন একজন যার তীব্র সাধারণ জ্ঞান ও আছে, দাবা খেলার মতোই খুব শীঘ্রই সে প্রশ্নের উত্তরও দিতে পারে। ড্যানিয়েল ডুবোভের মতো একজন বিশ্ব রাপিড চ্যাম্পিয়নের সামনেও যেমনভাবে তিনি স্থির চিত্ত রেখেছিলেন, ঠিক সেভাবেই তাঁর দৃঢ়তা দেখিয়েছেন অমিতাভ বচ্চনের সামনে বসে। আশা করি ভবিষ্যতেও এরকমভাবেই ও যেন ধারবাহিকতা বজায় রাখে ও বিভিন্ন স্বপ্ন পূর্ণ হয়। আমরা চাইবো এই প্রোগ্রামে আরো অনেক গ্র্যান্ডমাস্টার এবং শক্তিশালী দাবা খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করে।

যোগসূত্র

সোনি লিভ



Contact Us